- Advertisement -

বিজয় ৭১ হলের নিচে পড়েছিল ঢাবি ছাত্রের রক্তাক্ত দেহ

ঢাকা: গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হলের কাছে শব্দ শুনতে পায় ছাত্ররা। তারা বের হয়ে দৌড়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন এক ছাত্র।

 

দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। ওই ছাত্রের মৃত্যু হয়।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত ছাত্রের নাম ফিরোজ কাজী (২২)। তিনি আধুনিক ভাষা ইনস্টিটিউটের (চাইনিজ এজ এ ফরেন ল্যাংগুয়েজ) ৪র্থ বর্ষের ছাত্র ছিলেন। গোপালগঞ্জ সদর উপজেলার বাসিন্দা তিনি।

ছাদ থেকে লাফিয়ে পড়ে ওই ছাত্র আত্মহত্যা করেছেন বলে ধারণা সহপাঠীদের।

ঢাবি ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া।

তিনি জানান, রাতে সহপাঠীরা ঢাবির ওই ছাত্রকে হাসপাতালে নিয়ে আসে। এরপর চিকিৎসকরা পরীক্ষানিরীক্ষা করে রাত দেড়টার দিকে তাকে মৃত বলে জানান। ওই ছাত্র আত্মহত্যা করেছেন বলে ধারণা সহপাঠীদের। ঢাবির মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের এই শিক্ষার্থী বেশ কয়েকদিন ধরে হতাশ ছিলেন এবং একাকী থাকতেন বলে জানা গেছে। তবে ঘটনাটি শাহবাগ থানা পুলিশ তদন্ত করছে। মরদেহ মর্গে রাখা হয়েছে।

মন্তব্য লিখুন

Your email address will not be published.

প্রতিনিয়ত সি এন এন ঢাকার সর্বশেষ খবর মোবাইলে নোটিফিকেশন পেতে.. হ্যা বিস্তারিত