বিশ্ব বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

0

বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম প্রায় দুই শতাংশ বেড়েছে। হ্যারিকেন ফ্রান্সিনের প্রভাবে উৎপাদন নিয়ে উদ্বেগের জেরে মূলত দাম বেড়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) নভেম্বরের জন্য ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ২৪ ডলার বা ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ৭১ দশমিক ৮৫ ডলারে দাঁড়িয়েছে।

অন্যদিকে অক্টোবরের জন্য ওয়েস্টে টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ১ দশমিক ২৬ ডলার বা ১ দশমিক ৯ শতাংশ বেড়ে ৬৮ দশমিক ৫৭ ডলারে দাঁড়িয়েছে।

এর আগের সেশনেও দুই বেঞ্চমার্কের দাম বাড়ে দুই শতাংশের বেশি। কারণ হ্যারিকেন ফ্রান্সিনের আঘাতের পর মেক্সিকো উপসাগরের অফশোর প্ল্যাটফর্মগুলো বন্ধ হয়ে যায় এবং শোধনাগারের কার্যক্রমও ব্যাহত হয়।

ইউবিএস বিশ্লেষকরা জানিয়েছেন, হ্যারিকেন ফ্রান্সিনের কারণে যুক্তরাষ্ট্রে ১ দশমিক ৫ মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন ব্যাহত হতে পারে। এতে সেপ্টেম্বরে মেক্সিকো উপসাগরে দৈনিক ৫০ হাজার ব্যারেল কম উৎপাদন হবে।

মেক্সিকো উপসাগরে প্রায় ৩৯ শতাংশ তেল ও প্রায় অর্ধেক প্রাকৃতিক গ্যাস উৎপাদন বুধবার অফলাইনে ছিল।

Leave A Reply

Your email address will not be published.