পুরোনো চেহারায় ফিরছে রাঙামাটি ও খাগড়াছড়ি

নিজস্ব প্রতিবেদক

0

আতঙ্ক কাটিয়ে এখন অনেকটাই স্বাভাবিক পার্বত্য জেলা রাঙামাটি ও খাগড়াছড়ি। সড়কে বেড়েছে যান চলাচল, খুলেছে দোকানপাট, শপিংমল। বাজারগুলোতেও বেড়েছে মানুষের উপস্থিতি। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে ভিড় লক্ষ্য করা গেছে শহরের সবচেয়ে বড় বাজার বনরুপা বাজারে। বিক্রেতারা তাদের পণ্যের পসরা সাজিয়ে বসেছেন, ভিড় আছে ক্রেতাদেরও। বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার ডাকা ৭২ ঘণ্টার অবরোধ সোমবার রাত ১২টায় শেষ হয়ে যাওয়ায় মঙ্গলবার সকাল থেকে রাঙামাটি-খাগড়াছড়ি ও রাঙামাটি-বান্দরবান সড়কে বাস চলাচল শুরু হয়েছে। পাশাপাশি জেলা সদর থেকে ৬টি উপজেলায় নৌপথে চলাচল শুরু করেছে লঞ্চ।
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান, আমরা রাঙামাটিকে আবারো আগের অবস্থায় ফিরিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করছি। রাঙামাটি এখন অনেকটাই স্বাভাবিক। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, সেনাবাহিনী, বিজিবির যৌথ টিমের টহল চলমান থাকবে।
এদিকে, অবরোধের কারণে সাজেকে আটকে পড়া প্রায় দেড় হাজার পর্যটক মঙ্গলবার সকাল ৮টায় খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা করেছেন।
অপরদিকে : জুম্ম ছাত্র-জনতার ডাকে ৭২ ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি শেষে খাগড়াছড়িতে যানবাহন চলাচল শুরু হয়েছে। সড়কে বেড়েছে মানুষজনের চলাচল। খুলেছে দোকানপাট।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি থেকে ঢাকা-চট্টগ্রামের উদ্দেশ্যে দূরপাল্লার গাড়ি ছেড়ে গেছে। শহরের মধ্যে সব সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

খাগড়াছড়ি জিপ সমিতির সাজেক কাউন্টারের লাইনম্যান মো. আরিফ জানান, সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তায় সকাল সাতটার দিকে সাজেক থেকে পর্যটকবাহী গাড়ি খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে।

অবরোধের কারণে সাজেকে তিনদিন পর্যটকরা আটকে ছিলেন। শেষ দিকে খাবারসহ নানান সমস্যা দেখা দেয় তাদের। অবশেষ পর্যটকদের নিয়ে সকালে ১১২টি পিকআপ, জিপ, ২৩টি সিএনজি রওনা দিয়েছে। এর বাইরে শতাধিক মোটরসাইকেলে করে সাজেক ছাড়েন বহু পর্যটক। এদিকে, খাগড়াছড়িতে সহিংসতার পর সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। জনজীবনে স্বস্তি ফিরে আসতে শুরু করেছে। খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, খাগড়াছড়ির পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। সড়কে যানচলাচল শুরু হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.