কুয়েত দুই সপ্তাহে প্রায় দেড় হাজার অভিবাসী গ্রেপ্তার

0

কুয়েতে আবাসিক আইন লঙ্ঘনকারীদের গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান চলছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রেসিডেন্সি বিষয়ক তদন্ত বিভাগ ধারাবাহিকভাবে এ অভিযান পরিচালনা করছে।

কুয়েতে এক মালিকের ভিসায় আসার পর অন্যত্র অন্য মালিকের কাজ করা স্থানীয় আইনে আবাসন আইনের লঙ্ঘন। অভিযানে ফ্রি ভিসায় কাজ করা অভিবাসীরা বেশি গ্রেপ্তার হন। ভিসা ব্যবসায়ীরা স্থানীয় নাগরিকদের সহযোগিতায় এ ভিসা ৭ লাখ থেকে ১০ লাখ টাকায় বিক্রি করে থাকেন। আবার ১ বছর বা ২ বছর পর নবায়নের জন্যও তাদের টাকা দিতে হয়।

দুই সপ্তাহেরও বেশি সময় ধরে নতুন গভর্নরেট অফিস খোলা ও ২৪/৭ নিরাপত্তা দল গঠনের পর আবাসিক আইন লঙ্ঘনের জন্য বিভিন্ন দেশের ১৪৬১ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের নিজ দেশে ফেরত পাঠানোসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

সিকিউরিটি রিলেশনস অ্যান্ড মিডিয়ার জেনারেল ডিপার্টমেন্ট জোর দিয়েছিলেন, আইন ভঙ্গকারীদের ধরতে নিরাপত্তা অভিযানগুলো সারা দেশে অব্যাহত থাকবে। স্থানীয় নাগরিকদের জরুরি হটলাইনের (১১২) মাধ্যমে লঙ্ঘনকারী বা সন্দেহজনক কার্যকলাপের জড়িতদের বিষয়ে জানানোর মাধ্যমে আইন প্রয়োগকারী সংস্থাকে সহযোগিতা করতে বলা হয়।

Leave A Reply

Your email address will not be published.