এশিয়া কন্টিনেন্টালের নামে অপপ্রচারের অভিযোগে মামলা

আদালত প্রতিবেদক :

0

ব্যবসায়িক প্রতিষ্ঠান এশিয়া কন্টিনেন্টাল গ্রুপের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগ এনে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালতে প্রতিষ্ঠানটির পক্ষে মামলা দায়ের করেন সত্যরঞ্জন সিকদার। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলায় “এশিয়া কন্টিনেন্টাল (বিডি) এর প্রতারণা” নামক ফেসবুক গ্রুপ ও গ্রুপের এডমিন ফাহমিদা সুলতানা ফারহা নামক আইডিকে আসামি করা হয়েছে। এছাড়াও প্রচারণায় জড়িত থাকায় আসামি করা হয়েছে মো. শাহজালাল, মো. রনি, মামুনুর রহমান ও রাবেয়া আক্তার নামের চার ব্যক্তিকে।

বাদীপক্ষের আইনজীবী আল মামুন রাসেল বলেন, কিছু অসাধু মানুষ, বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করে ফেসবুকে কিছু গ্রুপ তৈরি করে বাদীর কোম্পানির বিরুদ্ধে অপপ্রচার চালায়। যেটি আমাদের সাইবার নিরাপত্তা আইনে একটি অপরাধ। এর পরিপ্রেক্ষিতে বাদী মামলাটি বিজ্ঞ সাইবার ট্রাইব্যুনালে দায়ের করেছেন। আদালত মামলার এজাহার গ্রহণ করে ফরেনসিক পরীক্ষার জন্য পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.